
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ সংসদে আওয়ামীলীগ দলীয় কমিটিতে যোগদান করবেন। জাতীয় সংসদ সচিবালয় ও একটি অনলাইন সংবাদপত্রে আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর বরাত থেকে জানা যায়, অধ্যক্ষ আবুল কালাম আজাদসহ স্বতন্ত্র ভাবে নির্বাচিত ১৪ সংসদ সদস্য আওয়ামীলীগে যোগদান করায় সংসদে আওয়ামীলীগ দলীয় কমিটিতে অংশগ্রহন করবেন।
উল্লেখ্য, অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি ১০ম জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ৩২ থেকে স্বতন্ত্র হয়ে নির্বাচন করে জয়লাভ করেন। পরে আওয়ামীলীগের বহিস্কার আদেশ প্রত্যাহার হলে তিনি গোবিন্দগঞ্জ আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন।