1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দম্পতি খুন: নৃশংস ঘটনায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক গোবিন্দগঞ্জে আব্দুর রহিম সরকার আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত গাইবান্ধায় ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় পলাশবাড়ীতে শিক্ষক সমাবেশ ও দোয়া মহাফিল তারাগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশা সংঘর্ষে নিহত-১ কৃত্রিম সংকট তৈরির দায়ে তারাগঞ্জে সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা গাইবান্ধায় ধর্ম অবমাননার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ ও মানববন্ধন সাদুল্লাপুরের ইদিলপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল মুমূর্ষু ধতরা বিল; পীরগঞ্জের কৃষি, পরিবেশ ও মৎস্যসম্পদের মৃতপ্রায় উৎস ! গাইবান্ধায় রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাহিত্য পাঠের আসর

অপু বিশ্বাসকে পরীমনির খোলা চিঠি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩০ মে, ২০১৭
  • ২৯ বার পড়া হয়েছে

 

ঢাকাইয়া চলচ্চিত্রের এই সময়ের জনপ্রিয় নায়িকা পরীমনি।  অপরদিকে ঢাকাইয়া চলচ্চিত্রের সবচেয়ে সফল এবং আলোচিত নায়িকা অপু বিশ্বাস। অপু একদিকে সফল অভিনেত্রী এবং অপরদিকে আরেক শীর্ষ অভিনেতা শাকিব খানের স্ত্রী।  এই জুটি এ পর্যন্ত ৬০ টিরও অধিক সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন।

অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’ ছবিটি এবারের ঈদে মুক্তি পাবে। এবারের ঈদে নিজের অভিনীত কোনো ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনা না থাকলেও অপু বিশ্বাসের জন্য শুভ কামনা জানালেন পরীমনি।

বুলবুল বিশ্বাস পরিচালিত এ ছবিতে অপুর বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান ও আনিসুর রহমান মিলন। এ ছবিটি ঘিরে শুভ কামনা জানাতে গিয়ে অপু বিশ্বাসকে নিয়ে পরীমনি তার ফেসবুক অ্যাকাউন্টে এক খোলা চিঠিতে আজ লিখেছেন, অপু বিশ্বাস বাংলা চলচ্চিত্রের রানী।

তোমায় নিয়ে সাজিয়ে গুছিয়ে লেখার পথ অজানা আমার। তোমার সৃজনশীল পথ চলা, আমার এক বড় অনুপ্রেরনা। তোমার স্বচ্ছ বিচলন, আমার এক জোড়ালো মনোবল। আর তোমার কোমল স্নেহময় হৃদয়, শত নারীর অস্তিত্বের দর্পন। ‘কাল সকালে’ (চলচ্চিত্র) দিয়ে তুমি এসেছিলে বাংলার চলচ্চিত্র জগতে। সেই থেকে তোমার এই জগতে সোনালী সকালটাই বিদ্যমান।

বিরতিহীন বানিজ্য সফল আর রুচিশিল একের পর এক ছায়াছবি উপহার দিয়েছ আমাদের। সিনেমাপ্রেমীদের জন্য তোমার সব থেকে বড় উপহারটা ছিল একটা সুন্দর পরিপূর্ণ জুটি। আমি ‘রাজনীতি’সহ ঈদে আগত প্রতিটি ছবির টিজার দেখেছি।

আর দেখার পর আমি একজন দর্শক হিসেবে স্বপরিবারে ‘রাজনীতি’ দেখবো বলে ঠিক করলাম। একজন অভিনেত্রী হিসেবে আমি আমার সকল শুভাকাঙ্খী বন্ধু এবং সকল অনুসারীকেও আহ্বান জানাই ‘রাজনীতি’ দেখুন দলেবলে। অনেক শুভকামনা রইলো এ ছবির পরিচালক বুলবুল বিশ্বাসের জন্য।

আমার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন বাংলা চলচ্চিত্রের রাজা-রানী শাকিব খান ও অপু বিশ্বাসের জন্য। জয় হোক আমাদের চলচ্চিত্রের।

উল্লেখ্য, ‘রাজনীতি’ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, অমিত হাসান, আলীরাজ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী কর জয়া প্রমুখ অভিনয় করেছেন।  এদিকে তার উদ্দেশে ফেসবুকে পরীমনির দেয়া এমন শুভেচ্ছা বার্তায় দারুণ আবেগাপ্লুত হয়েছেন অপু বিশ্বাস।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমি এটা দেখে সত্যিই কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি। এর আগে মাহি  আমাকে নিয়ে সুন্দর একটা পোস্ট ফেসবুকে দিয়েছিল। এবার আমাকে ও আমার ঈদের ছবি ‘রাজনীতি’ নিয়ে সুন্দর একটি পোস্ট দিল পরী। আর সব কথা সুন্দর করে গুছিয়ে পরীমনি লিখেছে তা দেখে আমি সত্যিই মুগ্ধ। আমাকে ইন্ডাস্ট্রির মানুষরা এত ভালোবাসে তা জানা ছিল না।

বিশেষ করে নতুন প্রজন্মের এ দুই নায়িকার মধ্যে সিনিয়রদের প্রতি এমন শ্রদ্ধাবোধ দেখে আমি খুব প্রীত হয়েছি। কারণ আমাদের এখানে এ কালচারটা নেই বললেই চলে। বিশেষ করে একজন নায়িকা হয়ে আরেকজন নায়িকাকে ভালোবাসার বদলে হিংসাটাই এখানে বেশি করে। পরীর এই পোস্ট দেখে আমি তার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আরেকটা কথা বলতে চাই, সকলে যেমন আমার প্রতি বিশ্বাস ও আস্থাটা রেখেছে ঠিক এই আশা ও বিশ্বাসটা যেন সব সময়ই বিদ্যমান থাকে। আমি ভালো কাজ সবসময়ই করার চেষ্টা করেছি এবং সামনেও করব। আর আমি সবার ভালোবাসা ও বিশ্বাস যেন ধরে রাখতে পারি সে দোয়া চাই। প্রসঙ্গত, বাংলাভিশনে ঈদ উপলক্ষে একটি অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হবেন অপু বিশ্বাস, ফেরদৌস ও পরীমনি।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft