খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে দীর্ঘ ১৫ বছর ধরে গুরুত্বপূর্ণ ৩ ইউনিয়ন কিশোরগাড়ী, পলাশবাড়ী ও বরিশালে নির্বাচনের দাবিতে নির্বাচন বাস্তবায়ন কমিটির আহবানে চলমান আন্দোলন ও কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার বিকেলে স্থানীয় চৌমাথা মোড়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগ ও ভোটাধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি আবু বকর প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ও ভোটাধিকার বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন, জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, কমিউনিষ্ট পার্টির সভাপতি সৈয়দ মাহামুদুল হক, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুস সোবাহান বিচ্চু, সাবেক সাধারণ সম্পাদক সুরুজ হক লিটন, শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম আজাদ সাবু, সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত, প্রেসক্লাব একাংশের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, উপজেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, যুবলীগ নেতা মাজেদুর রহমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য সচিব আশরাফুল ইসলাম তিতাস, বরিশাল ইউপি’র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক ও আ’লীগ নেতা রফিকুল ইসলাম, গাইবান্ধা জেলা পিকআপ (যান্ত্রিক) পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম প্রমুখ। সমাবেশটি সঞ্চালন করেন মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি শেখ শামছুজ্জোহা আহম্মেদ হিটু। ভোটাধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি সমাবেশ থেকে অবিলম্বে নির্বাচন দাবী করে আগামী ৯ এপ্রিল রোববার সকাল ৬টা হতে দুপুর ১২টা পর্যন্ত গোটা পলাশবাড়ী উপজেলায় হরতালের কর্মসূচী ঘোষণা করেন।