রাজধানীতে ছয় কেজি সাপের বিষসহ পাঁচ ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। গতকাল সোমবার রাতে তাদের আটক করা হয়।
এছাড়া জাল মুদ্রা তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও পাঁচ ব্যক্তিকে আটক করার কথা জানিয়েছে ডিবি। ডিবি বলছে, আটক ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল মুদ্রা, জাল মুদ্রা তৈরির সরঞ্জাম ও উপকরণ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।
তবে ঘটনা দুটির বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ। আটক হওয়া ব্যক্তিদের নাম-পরিচয়ও জানানো হয়নি।