১৫ দিনের জন্য রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধের নির্দেশ স্থগিত করা হয়েছে। বুধবার বিকেলে তেজগাঁওয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিসে পরিবহন মালিক সমিতি ও বিআরটিএর বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।বিআরটিএর চেয়ারম্যান মশিয়ার রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গণপরিবহন শ্রমিকদের সাথে কথা বলে আমরা তাদের বিরুদ্ধে আবারও অভিযান পরিচালনা করব।