গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের উপনির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী নব-নির্বাচিত সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ শপথ নিয়েছেন। আজ ১০ এপ্রিল সোমবার জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নব-নির্বাচিত সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান। এসময় উপস্থিত ছিলেন চিফ হুইপ আসম ফিরোজ, হুইপ মো. শহীদুজ্জান সরকার, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।