
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ এপ্রিল সোমবার উপজেলার শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, তথ্য কমিশনের পরিচালক (গবেষণা, প্রকাশনা ও প্রশিক্ষণ) ভুইয়া মোঃ আতাউর রহমান। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রেজিয়া বেগম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান ও তথ্য অধিকার আইনের ট্রেইনার সরকার মোঃ শহিদুজ্জামান প্রমূখ। সভায় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, কলেজ, উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ অন্যান্যা উপস্থিত ছিল।