
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে কুড়িয়ে পাওয়া এক লাখ ৩০ হাজার টাকা ফেরৎ দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করলেন সাংবাদিক বাপ্পী রায়।
মঙ্গলবার উপজেলার বামনডাঙ্গা ডাক বাংলো জামে মসজিদের সামনে রাস্তায় একটি ব্যাগ পড়ে থাকতে দেখে তুলে নিয়ে নিজ হেফাজতে রাখেন বাপ্পী। ওই সাংবাদিক বামনডাঙ্গা বন্দরের মানিক রায়ের পুত্র। টাকার ব্যাগ পেয়ে বাপ্পী কাউকে না জানিয়ে মনে মনে প্রকৃত মালিক খুজতে থাকেন। অবশেষে ৩ ঘণ্টা পর টাকার সন্ধানরত একজনকে খুজে পান তিনি। পরে তার বিবরণ অনুযায়ী সব কিছু মিলে গেলে টাকার ব্যাগটি হস্তান্তর করেন। টাকার মালিক মজনু মিয়া এক লাখ ৩০ হাজার টাকা ফেরৎ পেয়ে খুব খুশি হন এবং টাকা ফেরৎ দাতাকে ধন্যবাদ জানান। মজনু মিয়া বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি গ্রামের নুরুজ্জামানের পুত্র। তিনি একজন ব্যবসায়ী। টাকা ফেরৎ পাওয়ার পর মজনু মিয়া সাংবাদিককে কিছু টাকা পুরষ্কার স্বরুপ দিতে চাইলে বাপ্পী রায় নেননি।
কুড়িয়ে পাওয়া টাকা ফেরৎ দিয়ে সততার মহৎ দৃষ্টান্ত স্থাপন করায় ঘটনাটি টক অব দ্যা বামনডাঙ্গায় পরিণত হয়েছে। বাপ্পী রায় সুন্দরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের সদস্য।