
খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেছেন বিঞ্জান ও প্রযুক্তি মেলার আয়োজন করার মুল লক্ষ উদ্দেশ্য হল নতুন ও তরুন প্রজন্মের মাধ্যমে বিঞ্জান ও প্রযুক্তির বিকাশ ঘটানো। প্রযুক্তিই পারে দারিদ্র বিমোচন ঘটাতে। বিজ্ঞান ও প্রযুক্তি এটি একে অপরের সাথে অঙ্গাঅঙ্গীভাবে যুক্ত। জ্ঞান বিজ্ঞানে ও প্রযুক্তিতে আমরা আজ পিছিয়ে আছি। সরকারের আন্তরিক সদিইচ্ছায় আজ তথ্য প্রযুক্তিতে দেশ এগিয়ে যাচ্ছে। বুধবার সন্ধ্যায় উপজেলা টাউন হলে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে মেলা এবং উপস্থিত বক্তৃতা, বিজ্ঞান, অলিম্পিয়াড ও পুরস্কার বিতরনী উৎসব-২০১৭ সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার তৌহিদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষ্ণ রায় প্রমুখ।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য মেলায় ১৮টি ষ্টলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করেন। শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।