
এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
রোববার ইউনিয়ন পরিষদ চত্বরে ২০১৭-২০১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান সামিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- শান্তিরাম ইউনিয়ন আ’লীগ সভাপতি-সুরজিৎ কুমার সরকার, সুন্দরগঞ্জ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ, ইউপি সচিব খায়রুজ্জামান, ইউপি সদস্য আব্দুস ছাত্তার, আব্দুল হান্নান, মিঠু মিয়া, রঞ্জু আকন্দ প্রমূখ। বাজেট আলোচনা সভায় স্থানীয় জনসাধারণ, শিক্ষক, ইমাম, সাংবাদিক, সুধিজন উপস্থিত ছিলেন। পরে চেয়ারম্যান ২০১৭-২০১৮ অর্থ বছরের জন্য ১ কোটি ৮২ লক্ষ ৮৬ হাজার ৯৩ টাকার খসড়া বাজেট ঘোষণা করেন। এদিকে উপজেলার কঞ্চিবাড়ি, ধোপাডাঙ্গা, বামনডাঙ্গা, দহবন্দ ইউনিয়ন পরিষদ চত্বরে স্ব-স্ব চেয়ারম্যানগণ উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।