ঢাকাই চলচ্চিত্রের সোনালী অভিনেত্রী মৌসুমী। অন্যদিকে খলনায়ক হয়েও নায়কের জনপ্রিয়তা পেয়েছেন ডিপজল। সম্প্রতি একই সিনেমায় জুটি বেঁধেছেন তারা। ‘দুলাভাই জিন্দাবাদ’ শিরোনামের সিনেমার একটি দৃশ্যে দেখা যাবে তাদের এই রোমান্স।
চলচ্চিত্র নির্মাতা মনতাজুর রহমান আকবরের পরিচালনায় এ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন ডিপজল। তার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন মৌসুমী। ডিপজল-মৌসুমী ছাড়াও ছবিটিতে আরো একটি জুটিকে দেখা যাবে। বাপ্পি চৌধুরী ও বিদ্যা সিনহা মিম জুটি বেঁধে অভিনয় করছেন।
রাজেশ ফিল্মস প্রযোজিত এ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মিজু আহমেদ, আহমেদ শরীফ, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডি জে সোহেলসহ অনেকে। কাহিনি লিখেছেন নাদের খান। সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।