রাজশাহী নগরীর কাদিরগঞ্জ রোড এলাকার একটি আটতলা বাড়িতে অভিযান চালিয়ে এক সন্দেহভাজন জঙ্গিকে আটক করেছে পুলিশে। এসময় তার কাছ থেকে প্রায় ১২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ১টার দিকে তাকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের ডিসি (পশ্চিম) নাহিদুল ইসলাম অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাত এগারোটা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে রাখে।
ডিসি নাহিদুল ইসলাম জানান, জঙ্গি সন্দেহে ভবনটির সাততলা বাড়ি থেকে একজনকে আটক করা হয়েছে। অভিযান শেষ হয়েছে। তবে অন্য জঙ্গি আস্তানার মতো বিস্ফোরকের মতো কিছু পাওয়া যায়নি। বেশ কিছু টাকা উদ্ধার করা হয়েছে। টাকার পরিমাণ ১১ লাখ ৯০ হাজার নগদ টাকা।
ডিসি জানান, বাড়িওয়ালার তথ্য মতে, আটক ব্যক্তি একজন চার মাস ধরে বাসাটিতে ভাড়া আছেন। ভাড়াটিয়া তথ্য ফরম পূরণ করেননি। আটক ব্যক্তি দাবি করেছেন, তিনি আউটসোর্সিং করতেন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন। মানবিক কারণে আটক ব্যক্তির স্ত্রীকে পুলিশ কাস্টডিতে নিলেও বাসাতেই রাখা হয়েছে। আটক ব্যক্তির নাম-পরিচয় বৃহস্পতিবার জানানো হবে বলে তিনি জানান ।