
খবরবাড়ি ডেস্কঃ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) গাইবান্ধার পলাশবাড়ী শাখার শুভ-হালখাতার উদ্বোধন ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী রাকাব ব্যাংক চত্ত্বরে শুভ-হালখাতার উদ্বোধন ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। রাকাব গাইবান্ধা জোনের জোনাল ব্যবস্থাপক গোলাম মোজনাবীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাকাবের ডিএসডি লোন নজরুল ইসলাম। উক্ত গ্রাহক সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাইবান্ধার জোনাল কার্যালয়ের এসপিও মাহমুদুল আলম, রাকাব পলাশবাড়ী শাখার ব্যবস্থাপক নজরুল ইসলাম, ২য় কর্মকর্তা শাহিনুর বেগম, কর্মকর্তা মায়া বেগম, ক্যাশিয়ার মিনারা আক্তার ও মাঠকর্মী শাহীনুল ইসলাম প্রমুখ। পরে প্রধান অতিথি শুভ-হালখাতা অনুষ্ঠানে ঋণ আদায়ের কার্যক্রম পরিদর্শন করেন। উপস্থিত ঋণ গ্রহিতার মাঝে ঋণ বিতরণ করেন। যে সকল গ্রাহক হালখাতায় ঋণ পরিশোধ করেন সেই সকল গ্রাহককে ধন্যবাদ জানান। তিনি গ্রাহকদের ঋণ পরিশোধসহ সততা ও স্বচ্ছতার সাথে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার পরামর্শ প্রদান করেন।