বিনোদন ডেস্ক: পরিচালক শামীম আহমেদ রনি ‘রংবাজ’ শিরোনামের সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি এ সিনেমায় শাকিব খানের বিপরীতে চিত্রনায়িকা বুবলীর নাম ঘোষণা করা হয়।
কিন্তু মঙ্গলবার দুপুর গড়াতেই পাল্টে গেছে দৃশ্যপট। শাকিব খান তার স্ত্রী অপু বিশ্বাস ও সন্তান আব্রাহাম খান জয়কে মেনে নিয়েছেন। চলচ্চিত্র পাড়ায় শোনা যাচ্ছে, ‘রংবাজ’ সিনেমায় বুবলীর স্থানে অপু বিশ্বাস অভিনয় করবেন। এ ছাড়া চলচ্চিত্রসংশ্লিষ্ট একজন নাম প্রকাশে অনইচ্ছুক জানান, ‘‘রংবাজ’ সিনেমা থেকে বুবলীকে বাদ দেয়া হচ্ছে। বুবলীর পরিবর্তে অপুকে নেয়া হবে। তবে অপুকে এখনো সাইনিং করানো হয়নি।’’
এ প্রসঙ্গে সিনেমাটির নির্মাতা শামীম আহমেদ রনি বলেন, ‘‘রংবাজ’ সিনেমা থেকে বুবলীকে বাদ দেয়ার সিদ্ধান্ত এখনো নিইনি। এতে শাকিব খান ও বুবলী কাজ করবেন।’’
‘রংবাজ’ সিনেমার শুটিং শুরু হতে কিছুদিন বিলম্ব হবে বলে সূত্রটি জানিয়েছেন। এ সিনেমাটি ঈদুল ফিতরে সারা দেশে মুক্তি দেয়া হবে। পুরান ঢাকার এক রংবাজ পরিবারকে নিয়ে এ সিনেমার গল্প তৈরি হয়েছে বলেও জানা যায়।