সিরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির মধ্যাঞ্চলের একটি বিমানঘাঁটিতে শুক্রবার চালানো মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ছয়জন নিহত হয়েছে। এতে ওই ঘাঁটিরও মারাত্মক ক্ষতি হয়।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘স্থানীয় সময় রাত ৩ টা ৪২ মিনিটে মধ্যাঞ্চলে আমাদের গুরুত্বপূর্ণ একটি বিমানঘাঁটিতে মার্কিন আগ্রাসনে ছয়জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছে। এতে ওই বিমানঘাঁটির ব্যাপক ক্ষতিও হয়েছে।’
হতাহতরা সামরিক না বেসামরিক নাগরিক সে ব্যাপারে তিনি সুনির্দিষ্ট করে কিছু জানাননি।