বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদারকরণে বিনিয়োগ আনুষ্ঠানিকতা ও খরচ কমানোর পাশাপাশি ব্যবসা পদ্ধতি সহজ করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, বিনিয়োগবান্ধব নীতি-কৌশল কার্যকর করা ছাড়াও ব্যবসা ক্ষেত্রে সহযোগিতা আরো বাড়াতে হবে।সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। বিশ্বাবাণিজ্য সংস্থায় ব্যবসা সহজীকরণের অঙ্গীকার মেনে বাংলাদেশ বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে দ্রুত উন্নতি লাভ করছে।
বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রনালয়ের সম্মেলনকক্ষে ‘ব্যবসা পদ্ধতি সহজ এবং বাণিজ্য সুবিধাদি’ বিষয়ক পর্যালোচনা ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশীয় শিল্পকে সুরক্ষা করে বাংলাদেশ উদার বিনিয়োগ নীতি গ্রহণ করেছে।সরকার এবং ব্যবসায়ী একে অপরের পরিপুরক,সকলকে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। শুল্ক আদায়ের ক্ষেত্রে অটোমেশন পদ্ধতি চালু করা হয়েছে।ব্যবসায়ীদের ঝামেলামুক্ত ও ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে এক যোগে কাজ করতে হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্য আয়ের দেশে উন্নীত হবে।এ জন্য ব্যবসা ক্ষেত্রে বাংলাদেশকে সক্ষমতা অর্জন করতে হবে। উন্নত অর্থনীতির জন্য প্রয়োজন দেশী-বিদেশী বিনিয়োগ। আর বিনিয়োগের জন্য প্রয়োজন বিনিয়োগ বান্ধব নীতি ও পরিবেশ। এ লক্ষ্য সামনে রেখে দেশে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং অবকাঠামো নির্মাণ করা হচ্ছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সরকারি অফিসগুলোকে দ্রুত সেবাদানের জন্য অটোমেশন পদ্ধতি চালু করা হয়েছে। এর সুফল এখন ব্যবসায়ীরা ভোগ করছে।গত অর্থবছর আমাদের রপ্তানি আয় ছিল ৩৪.২৬ বিলিয়ন ডলার এবং প্রবৃদ্ধি ছিল ৯.৭৭ ভাগ। এ বছর রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৭ বিলিয়ন ডলার। গত একদশক ধরে আমরা ৬.৫ ভাগ প্রবৃদ্ধি অর্জন করছি, বিগত বছর তা হয়েছে ৭.১১ ভাগ, এ বছর হবে ৭.২ ভাগ। সরকার ঘোষিত ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ এসডিজির সফল বাস্তবায়ন করবে। দেশের রপ্তানি এবং রপ্তানি বাজার বৃদ্ধি পাবে।
সভায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান,বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাশীষ বসু, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক, এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ প্রমুখ বক্তব্য রাখেন।সুত্র- বাসস