জেলার শেরপুরের সিমাবাড়িতে আজ ভোররাতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ৩ জন নিহত হন এবং আরো প্রায় ২০ জন আহত হয়েছেন।
পুলিশ জানান, নিহতরা হলেন, গাইবান্ধার সাঘাটার মো. তারেক (২৯), মো. করিম (২৫) এবং সাইফুল ইসলাম (৩৫)।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল রানা জানান, গাইবান্ধা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া নিউ সেফা পরিবহনের একটি যাত্রীবাহী বাস শেরপুরের সিমাবাড়িতে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এসময় বাসটি মহাসড়কের পশ্চিমপাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩জন নিহত হন, আহত হন আরো ২০ জন।
খবর পেয়ে শেরপুর ও পাশের রায়গঞ্জ উপজেলা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টাব্যাপী উদ্ধার তৎপরতা চালায়।
শেরপুর থানার ওসি খান মোহাম্মদ এরফান জানান, নিহত ৩ জন গাইবান্ধা জেলার সাহাঘাটা উপজেলার বাসিন্দা। বাসটি উদ্ধার করা হয়েছে।
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।সূত্র- বাসস