
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়িতে বজ্রপাতে আলেয়া বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে এরেন্ডাবাড়ী ইউনিয়নের বুলবুলির চরে ক্ষেত থেকে ভূট্টা তুলতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। আলেয়া বেগম ওই ইউনিয়নের তিনথোপা গ্রামের আব্দুল আলিম মোল¬ার স্ত্রী। এরেন্ডাবাড়ী ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান জানান, আলেয়া বেগম বাড়ির পার্শ্ববর্তী বুলবুলির চরে বুধবার ক্ষেত থেকে ভূট্টা তুলতে যায়। ওইদিন দুপুরে বৃষ্টি শুরু হলে আকষ্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।