গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আবদুল হালিম টলষ্টয়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনের সাবেক যুগ্ম-সচিব আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান। সমগ্র জনঅবহিতকরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসার সাবিহা আক্তার লাকী। সভায় বিভিন্ন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্মা, জনপ্রতিনিধি,শিক্ষক, সাংবাদিকসহ অন্যান্যরা অংশগ্রহন করে।