উত্তর কোরিয়াকে ঘিরে প্রশান্ত মহাসাগর এলাকায় উত্তেজনা যখন তুঙ্গে ঠিক তখন মার্কিন সরবরাহ নৌ-বহরকে পাহারা দিতে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে।
লজুমো নামের এ যুদ্ধ জাহাজ কাল সোমবার দক্ষিন টোকিওর প্রধান বন্দর ইয়োকুসুকা ত্যাগ করবে এবং মার্কিন সরবরাহ নৌ-বহরকে পাহারা দিয়ে পশ্চিম প্রশান্ত মহাসাগর পর্যন্ত নিয়ে যাবে।
জাপানের জনপ্রিয় সংবাদপত্র আশাই শিম্বু ও জিজি প্রেস এ খবর প্রকাশ করেছে সরকারি অসমর্থিত সূত্রের বরাত দিয়ে। খবর এএফপি’র।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে’র ২০১৫ সালের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো পরবর্তী সময়ে এই প্রথম সেনা মহড়ার বাইরে দেশটির সরকার তাদের বিশাল যুদ্ধ জাহাজ মোতায়েন করলো। যদিও জাপানের শান্তিবাদী সংবিধানে এ বিষয়ে যথেষ্ট কঠোরতা রয়েছে।
ধারণা করা হচ্ছে প্রশান্ত মহাসাগরে মার্কিন নৌবহর এবং বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসনের সমর্থনে যুক্তরাষ্ট্র এ সরবরাহ বহর পাঠাচ্ছে।
তবে জাপানী নৌ-বাহিনীর কোন কর্মকর্তা এ ব্যাপারে কিছু বলতে রাজি হয় নি।
চলতি সপ্তাহের প্রথম দিকে মার্কিন বিমানবাহী রণতরী জাপানের নৌ-বাহিনীর সাথে যৌথ মহড়ায় অংশ নিয়েছিল।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাত্র কয়েক ঘন্টার মধ্যে বিমান বাহী মার্কিন রণতরী কার্ল ভিনসন শনিবার জাপান সাগরে পৌছে দক্ষিন কোরিয়ার নৌ-বাহিনীর সাথে যৌথ মহড়ায় অংশ নেয়।
এদিকে উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যম বলছে, তাদের সেনা বাহিনী একক আক্রমণে মার্কিন রণতরীকে ডুবিয়ে দিতে সক্ষম।সূত্র- বাসস