
খবরবাড়ি ডেস্কঃ ইসলাম শান্তির ধর্ম। যারা ইসলামের নামে সন্ত্রাস ও জঙ্গীবাদের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছে। তারা প্রকৃত ইসলাম ধর্মে বিশ্বাসী নয়। প্রকৃত দেশপ্রেম যার মধ্যে আছে সে কখনও সন্ত্রাস-জঙ্গীবাদ কর্মকান্ডে জড়াবে না। জিহাদ করতে হলে-নিজের মনের সাথে জিহাদ কর। ছোটবেলা থেকেই শিশুদের মাঝে প্রকৃত দেশপ্রেমের বিজ বপন করতে হবে। তবেই সে প্রকৃত দেশপ্রেমিক হবে। শিশুদের মন উর্বর ভূমির মতো। সুতরাং এতে তোমরা ভালো কথা বীজ বপন কর। সরকার বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে। পাশাপাশি বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ ভিক্ষুক পুনর্বাসনের উদ্যোগ করেছে। ইতোমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগকে অগ্রাধিকার দিয়ে ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে জেলা প্রশাসন কাজ শুরু করেছে। আগামী ২০১৮ সালের ২৬ মার্চ আনুষ্ঠানিক ভাবে গোটা গাইবান্ধা জেলাকে ভিক্ষুক মুক্ত জেলা হিসেবে ঘোষণ করতে চাই। এক্ষেত্রে স্ব-স্ব-অবস্থান থেকে সকলের সহযোগিতা কামনা করছি। সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শনের অংশ হিসেবে ১১ এপ্রিল মঙ্গলবার সকালে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউপি’র মাঠেরবাজার আবুবক্কর সিদ্দিক ফাজিল মাদ্রাসা মাঠে জনসচেতনতামুলক আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে জেলা প্রশাসক আব্দুস সামাদ উপরোক্ত কথা বলেন। বেতকাপা ইউপি চেয়ারম্যান ফজলুল করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান, থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, অত্র মাদ্রাসা সুপার মাওঃ সাইদুর রহমান। এরপর তিনি সাতারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে-মিলের উদ্বোধন করেন। অত্র বিদ্যালয় সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহিশ শাফী, অত্র বিদ্যালয়ের প্রান শিক্ষক উম্মে মাহবুবা খানম প্রমুখ। পরে জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ টাউন হলে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার শুভ-উদ্বোধন করেন। মেলায় ১৮টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

বিকেলে জেলা প্রশাসক আব্দুস সামাদ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভিক্ষুক পূনবার্সন ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়াম্যান আবুল কাওছার মোঃ নজরুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান কোহিনুর আকতার বানু শিফন, থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলমসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও নানা সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান। শেষে উপজেলা হাট-বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবু মুসা প্রধান সমুনের নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সাথে কালীবাড়ী হাটের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। এছাড়াও তিনি সাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি বাড়ী একটি খামার প্রকল্প, মোস্তফাপুর কমিউনিটি ক্লিনিক, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী প্রকল্প ও সর্বশেষ উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।