খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ও মহদীপুর ইউনিয়ন পরিষদে ২০১৭-১৮ অর্থ বছরের ভিজিডির চাল বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
শনিবার বেলা ১১টায় হোসেনপুর ইউপি’র হাঁসবাড়ী উচ্চ বিদ্যালয় হতে ২’শ ৩০ জন উপকারভোগী কার্ডধারীদের মাঝে প্রত্যেকে প্রতি ৩০ করে জানুয়ারি ও ফেব্র“য়ারি মাসের ৬০ কেজি চাল বিতরণের মধ্য দিয়ে নুতন বছরের ভিজিডি’র কার্যক্রম শুরু করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসী, হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন টিটুসহ ইউপি সদস্যবৃন্দ।
অপরদিকে, উপজেলার মহদীপুর ইউপি’র ২০১৭-১৮ অর্থ বছরের ৩’শ জন উপকারভোগীর মাঝে জানুয়ারি, ফেব্র“য়ারি ও মার্চ মাসের চাল ইউপি ভবন হতে বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসী, ইউপি চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি তৌহিদুল ইসলাম মন্ডলসহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ২০১৭-১৮ অর্থ বছরে হোসেনপুরে ২’শ ৩০জন ও মহদীপুরে ৩’শ জন উপকারভোগী কার্ডধারীরা প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন এবং এ সুবিধা ২৪ মাস পর্যন্ত অব্যাহত থাকবে।