
খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নে ২০১৭-১৮ অর্থ বছরের ভিজিডি’র কার্ড ও চাল বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন। বেতাকাপা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২’শ ৫০ জন উপকারভোগী কার্ডধারীদের মাঝে প্রত্যেকে প্রতি ৩০ করে জানুয়ারি ও ফেব্র“য়ারি মাসের ৬০ কেজি চাল বিতরণের মধ্য দিয়ে নুতন বছরের ভিজিডি’র কার্যক্রম শুরু করা হয়। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসি, ইউপি চেয়ারম্যান ফজলুল করিম, ইউপি সদস্যবৃন্দ, সচিব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।