
খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে জঙ্গী-মাদক-সন্ত্রাস-ভিক্ষুক পুর্নবাসন ও কর্মসংস্থান সৃষ্টি, নারী ও শিশু নির্যাতন রোধ এবং যৌতুক নিরোধ, বাল্যবিবাহ নিরোধ, নারী ও শিশু পাচার রোধ, যৌন হয়রানী, জুয়া প্রতিরোধ, জাল নোটসহ হুন্ডি ব্যবসা নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে ইউনিয়নের আইন- শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে বেতকাপা ইউনিয়ন পরিষদের মাঠে ইউনিয়ন কমিউনিটি পুলিশীং ফোরামের আয়োজনে বেতকাপা ইউপি চেয়ারম্যান ফজলুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বেতকাপা ইউপি আওমীলীগ সভাপতি আঃ গণি সরকার ও সাধারণ সম্পাদক এবিএম শামছুল ইসলাম লিঠুসহ ইউপি সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।