
খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে যুব মহিলা লীগ আহবায়ক কল্পনা বেগমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা যুব মহিলা লীগের আহবায়ক লাকী সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক রোজিনা নাহিদ ফারজানা শিমুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুব মহিলা লীগ নেত্রী রিক্তা ইয়াসমিন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাকেদুল ইসলাম মুরাদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহজাহান মিয়া, শেখ তোতা, যুব মহিলা লীগ নেত্রী এলিজা আকতার, সাজেদা বেগম ও শাহানাজ পারভীন প্রমুখ। শেষে কল্পনা বেগমকে আহবায়ক, এলিজা আকতার, সাজেদা বেগম ও শাহনাজ পারভীন বেগমকে যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট পলাশবাড়ী উপজেলা যুব মহিলা লীগ কমিটি গঠন করা হয়।