
খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী থানা আওয়ামী লীগ সাবেক সভাপতি, সদর ইউপি’র সাবেক চেয়ারম্যান মরহুম বীর মুক্তিযোদ্ধা মেনহাজ উদ্দিন সরকারের নাতনি, হাজী মিনু সরকারের ৩ বছর বয়সি একমাত্র মেয়ে মার্জিয়ার দাফন সম্পন্ন হয়েছে।
মার্জিয়া দীর্ঘ ৮ মাস ধরে কোলকাতার ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে চিকিৎসার এক পর্যায়ে গত ২২ এপ্রিল শনিবার রাত পৌনে ১২ টার দিকে না ফেরার দেশে পাড়ি জমায়।

প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক মনজুর কাদির মুকুলের একমাত্র ভাতিজি ২৪ এপ্রিল হিলি স্হল বন্দর থেকে মার্জিয়ার মরদেহের কফিন গ্রহন এবং এ্যাম্বুলেন্স পরিবর্তন করা হয়। এপার-ওপার হিলি স্হল বন্দর থেকে ধারনকৃত কিছু ছবি।
এ সময় কোলকাতার বাসিন্দা উদার মনের অধিকারি মাইক্রোবাস(এ্যাম্বুলেন্স) মালিক-চালক বাবু সেন্টু কুমার,আমাদেরপরিবারের সদস্য ও মার্জিয়ার ঘনিষ্ট স্বজ্জনসহ অন্যান্যরা উপস্হিত ছিলেন।
মঙ্গলবার দুপুরে মার্জিয়ার নামাজে জানাযায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমিটির আহবায়ক এড. ইস্তেকুর রহমান, আইন সহকারি আঃ হাই, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমিটির নেতৃবৃন্দ,পরিবারের সদস্য,পাড়া-প্রতিবেশি,আত্মিয়স্বজন ও শুভাকাঙ্খিসহ বিভন্ন রাজনৈতিক দলের নেতাকর্মি ছাড়াও সমাজের নানা স্তরের প্রতিনিধি, সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের অসংখ্য গুনগ্রাহী শরিক হন।