
খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে উত্তরাঞ্চলের দরিদ্রদের কর্মসংস্থান নিশ্চিতকরণ প্রকল্প (উদকনিক) প্রশিক্ষণার্থীদের সেলাই মেশিন ও সনদপত্র বিতরণ করা হয়। গতকাল বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন ও সদনপত্র করেন। এসময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর মিয়া, প্রোডাকশন ম্যানেজার প্রমোটর নওরিন সুলতানা, ট্রেইনার রায়হান খন্দরকার, মকবুল হোসেন, মিনারা বেগম, শ্রীমতি সান্তনা ও সাংবাদিক আমিরুল ইসলাম কবির উপস্থিত ছিলেন। উপজেলার বেতকাপা, মনোহরপুর ও হরিণাথপুর ইউনিয়নের ৪৮জন নারী-পুরুষ ১৪/১১/১৬ থেকে ২৯/০১/২০১৭ পর্যন্ত মোট ৬০ দিন সেলাই প্রশিক্ষণ, মোবাইল সার্ভিসিং, শতরঞ্জি, এমব্রডারিসহ নানা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণার্থীদের মাঝে ১২টি, সনদপত্রসহ অন্যান্য উপকরণ বিতরণ করেন।