
খবরবাড়ি ডেস্কঃ বাংলা নববর্ষ ১৪২৪ বঙ্গাব্দ। শুক্রবার পহেলা বৈশাখ উৎসব পালনোপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
এদিন সকাল পৌনে ৯টায় সদরের এসএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ। ৯টায় উক্ত বিদ্যালয় মাঠ হতে নববর্ষ উপলক্ষ্যে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদ চত্বর গিয়ে শেষ হবে। সাড়ে ৯টায় উপজেলা চত্বরে বৈশাখ বরণ উৎসব অনুষ্ঠিত হবে। উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় উৎসব মুখর পরিবেশে আড়াম্বরে বাংলা নববর্ষ উদযাপন করা হবে। দুপুর ২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শিশু পরিবারসহ বিভিন্ন অনাথ কেন্দ্রে বাঙ্গালী খাবার পরিবেশন করা হবে।
এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন সমূহ বাংলা নববর্ষ পালনে পৃথক পৃথক কর্মসূচী পালন করবেন বলে জানা গেছে।