
খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলা নববর্ষ ১৪২৪ বঙ্গাব্দ পালন উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভযাত্রাসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল ৯টায় উপজেলা প্রসাশনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসা, কিন্ডারগার্টেন, বে-সরকারী প্রতিষ্ঠান ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠন সমূহের অংশ গ্রহণে স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে ‘এসো হে বৈশাখ এসো-এসো’ শুভ-বাংলা নববর্ষ বরণের শুভেচ্ছা ব্যানার নিয়ে বাঙালীর হারিয়ে যাওয়া ঐতিহ্যকে তুলে বাহারি সাজে-বাহারি ঢঙ্গে মঙ্গল শোভাযাত্রাটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান কোহিনুর আকতার বানু শিফন, থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন, জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান। সকাল সাড়ে ১১টায় নির্বাচিত সেরা র্যালী ও যেমন খুশি-তেমন সাজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সদরের স্টুডেন্ট কেয়ার সেন্টার স্কুল এন্ড কলেজ ও নিবিড় ক্যান্সার হেলথ এন্ড এডুকেশন সোসাইটি র্যালী প্রথম, হোপ ইন্টারন্যাশনাল স্কুল দ্বিতীয় ও শিশু কানন স্কুল এন্ড প্রি-ক্যাডেট তৃতীয়। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা শিল্পকলা একাডেমী সাংস্কৃতিক সংগঠন শিল্পীর অংশগ্রহণে নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়।