
খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের কৃষকের ইরিবোরো ধানের জমিতে কীটনাশক প্রয়োগের ফলে ১ একর ৬৫ শতাংশ জমির নষ্ট হয়ে যায়। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। এ ঘটনায় উক্ত গ্রামের কৃষক শফিউল আলম বাদী হয়ে ৬ জনকে অভিযুক্ত করে থানায় একটি বিশেষ ক্ষমতা আইন ১৬(২) ধারায় মতে মামলা (নং -১৭/৯) দায়ের করেন। সোমবার দুপুরে থানার এসআই নাজমুল হক লিটন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন শেষে অভিযুক্ত দুইজন গ্রেফতার করে।
স্থানীয়রা ও অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত আঃ হাদী গংরা গত ৮ এপ্রিল শনিবার সন্ধ্যায় উক্ত জমিতে কীটনাশক প্রয়োগ করে। এর ফলে ইরিবোরো চাষকৃত ধানের জমির সবুজ গাছ গুলো সাথে সাথে পুড়িয়ে যায়। বিষয়টি জমির মালিকসহ স্থানীয় টের পেলে অভিযুক্তরা পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলেন, কৃষ্ণপুর গ্রামের মৃত আজিজ মিয়ার পুত্র আঃ হাদী (৩৫) ও আঃ রশিদ (২৮)। এলাকাবাসী জড়িত দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।