
খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার শহীদ মিনার টাউন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, তথ্য কমিশনের পরিচালক (প্রশিক্ষণ) ভুইয়া মো. আতাউর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান কোহিনুর আকতার বানু শিফন, থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান।