
খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে স্কুল ছাত্রী শিশু সামিয়া আক্তার লাবণ্যকে (৮) অপহরণ। অতঃপর তাকে ফেলে রেখে অপহরণকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করেছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৯টার দিকে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্কুল থেকে উপজেলার ঠুটিয়াপাকুর বাজার হতে গ্রামের বাড়ী ফেরার পথে শিশু লাবণ্যকে অজ্ঞাত অপহরণকারীরা ফুসলিয়ে মিথ্যা মামার পরিচয় দিয়ে তাকে বাড়ীতে পৌছে দেওয়ার কথা বলে সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুর ইউপি’র গাছুর বাজার নামক স্থানে নিয়ে যায়। এদিকে তার পরিবার শিশু লাবণ্যকে হণ্যে হয়ে সম্ভব বিভিন্ন স্থানে খোজাখুজির পরেও তার সন্ধান করতে ব্যর্থ হন। নানা সংশয় থাকায় অপরণকারীরা ওই শিশুকে গাছুর বাজার নামক স্থানে ফেলে রেখে গা ঢাকা দেয়। এদিকে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে তার নিকট থাকা স্কুল ডায়রী থেকে ফোন নম্বর নিয়ে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরে তার পরিবার গাছুর বাজার থেকে লাবণ্যকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। লাবণ্য উপজেলার চন্ডিপুর গ্রামের লাভলু মিয়ার কন্যা। সে গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ৩য় শ্রেণীর ছাত্রী।