
খবরবাড়ি ডেস্কঃ সোনালী আঁশের সোনার দেশ-পাট পণ্যের বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ১ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়। উচ্চ ফলনশীল (উফশী) পাট ও পাট বীজ উৎপাদন এবং উন্নত পাট পচন প্রকল্প বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কৃষকদের এসব পাট বীজ বিতরণ হয়। জেলা পাট বীজ কর্মকর্তা মাজেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা শামছুজ্জোহা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর মিয়া, উপজেলা সহকারী কৃষি সম্প্রাসরণ কর্মকর্তা আব্দুল কাফী প্রমুখ। শেষে প্রকল্পের তালিকাভূক্ত ১ হাজার পাট চাষীদের মাঝে বিনামূল্যে এসব পাট বীজ বিতরণ করা হয়।