খবরবারি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা পরিষদের সীমানা প্রাচীরের উপর অবৈধ ভাবে নির্মিত প্রাচীর অবশেষে ভেঙ্গে দিলেন ইউএনও।
ঘটনাটি ঘটেছে, বুধবার রাতে উপজেলা পরিষদ চত্ত্বরে। উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সূত্রে জানা যায়, বিগত ৩৫ বছর আগে ১৯৮৩ সালের ২৩ মার্চ উপজেলা পরিষদের মূল ভবনের সাথে সীমানা প্রাচীর’ও নির্মাণ করা হয়।
পরিষদের পশ্চিমাংশে নির্মিত সীমানা প্রাচীরের অপর পাশে ক্রয় সূত্রে জমির মালিক নিজ ব্যয়ে প্রাচীর নির্মিত না করলেও শুভাংকরের ফাঁকির ন্যায় সরকারি অর্থে নির্মিত ওই প্রাচীর ব্যক্তি মালিকানা দাবী করে তার উপর ইটের গাথুনী শুরু করে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন বিষয়টি টের পেয়ে জমির মালিককে তার কার্যালয়ে তলব করে প্রাচীর নির্মাণে বাধা প্রদান করেন। কিন্তু বাধা উপেক্ষা করে প্রাচীর নির্মাণ অব্যাহত থাকে।
ফলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মাদ তোফাজ্জল হোসেন স্থানীয় সাংবাদিকসহ পুলিশ ফোর্স সঙ্গে নিয়ে প্রাচীরস্থলে উপস্থিত হন। এসময় জমির মালিককে আবারো স্বেচ্ছায় প্রাচীর ভেঙ্গে ফেলার নির্দেশ দিলেও তিনি তা উপেক্ষা করেন। অবশেষে ইউএনও উপজেলা প্রশাসনের জনবল দিয়ে নির্মিত প্রাচীরের ইটের গাথুনী ভেঙ্গে ফেলেন।