এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ স্বপ্নময় সুন্দরগঞ্জ বিনির্মাণে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও পৌরসভার সার্বিক ব্যবস্থাপনায় ‘পরিচ্ছন্নে সুন্দর স্বপ্নময় সুন্দরগঞ্জ’ গড়ার লক্ষ্যে অভিযান পরিচালনার প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার-এস.এম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা ভাইস চেয়ারম্যান-আবু সোলায়মান সরকার সাজা, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক-উপাধ্যক্ষ আব্দুল হান্নান, পৌর মেয়র আব্দুল্লাহ্ আল মামুন, আ’লীগ সাধারণ সম্পাদক-জাহাঙ্গীর আলম, কমিউনিষ্ট নেতা নুরে আলম মানিক, বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ্, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম প্রমূখ। আজ সোমবার উপজেলা পরিষদ চত্বর হতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এ জন্য উপজেলার সর্বস্তরের মানুষকে স্ববান্ধব সক্রিয় অংশ গ্রহণের জন্য আহবান জানানো হয়েছে।