
খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীসহ ৭টি জেলার ৫৫টি এনজিও প্রতিনিধিদের সমন্বয়ে নমিজন-আফতাবী ফাউন্ডেশনের উদ্যোগ সাসটেনেবল ডেভেলপমেন্ট ও শান্তির প্রোমোশনের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়। জয়পুরহাটের কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের হারুঞ্জা নাফ কমপ্লেক্সে মঙ্গলবার দিনব্যাপী এআরএফ, আমান, ব্যাংক্ক ও নাফের আয়োজনে অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নিবিড় ক্যান্সার হেলথ্ এন্ড সোসাইটি, নিউ লাইফ ফাউন্ডেশন ও বিকেএস সংস্থা অংশগ্রহণ করে। কর্মশালায় সভাপতিত্ব করেন এশিয়ান রিসোর্স ফাউন্ডেশনে’র মহাসচিব মো. আব্দুস সবুর। বিদেশী অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন নেপালের সংগীতা শ্রেষ্টা, ভারতের সোহেল আহমেদ, আশরাফ আলী ও ব্যাংক্কের ইসাহাক সোহেল প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাফের চেয়ারম্যান মোহাম্মদ আলী সোহেল, মহাসচিব টি.এম লাইজু ও আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান আব্দুল খয়ের মওলা। এ কর্মশালায় গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, বগুড়া, জয়পুরহাট, বগুড়া, নওগা জেলার ৫৫টি এনজিও’র সিএসও প্রতিনিধিদের মাঝে ফোরাম গঠনের প্রস্তাব উপস্থাপন করেন। শেষে লালমনিহার জেলার আরসিনগর সংস্থার সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।