দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, যে কোন দুর্যোগে মানুষের কষ্ট লাঘবে জেলা পর্যায়ে পর্যাপ্ত পরিমান ত্রাণ সামগ্রী মজুদ রাখা আছে।
তিনি বলেন, যেকোন দুর্যোগের আগে সব ধরনের পূর্ব প্রস্তুতি গ্রহণ করে এসব ত্রাণ সামগ্রী নিয়ে তাৎক্ষণিক দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে।
মন্ত্রী আজ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মিলনায়তনে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
দূর্যোগ ও ত্রাণ মন্ত্রী বলেন, সকল ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক কর্মক্ষেত্রে থেকে মানুষের পাশে থেকে কষ্ট লাঘব ও জানমাল রক্ষায় কাজ করে যেতে হবে।
মন্ত্রী যে কোন জেলার ত্রাণ সামগ্রী শেষ হওয়ার পূর্বেই মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেন। এক্ষেত্রে কোন ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারী উচ্চারণ করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ রিয়াজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সুত্র-বাসস