তাইওয়ানে কুকুর ও বিড়ালের মাংস খাওয়া নিষিদ্ধ করা হয়েছে।
আইনপ্রণেতারা বুধবার জানান, কুকুর ও বিড়ালের মাংস খাওয়া, ক্রয় বা বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করে পার্লামেন্টে আইন পাস করা হয়েছে। ফলে কেউ এ আইন অমান্য করলে তাকে সর্বোচ্চ ৮ হাজার ১৭০ ডলার জরিমানা দিতে হবে।
ওই আইনে আরো বলা হয়, কেউ প্রাণী হত্যা বা নির্যাতন করলে তাকে সর্বোচ্চ দুই বছরের কারাদ- ভোগ করতে হবে এবং ২০ লাখ তাইওয়ান ডলার জরিমানা করা হতে পারে। আর যদি কেউ বারবার এ ধরনের অপরাধ করে তার সাজা দিগুণেরও বেশী হবে।
কয়েক দশক আগেও এশিয়ার আরো অনেক দেশের মতো তাইওয়ানেও কুকুরের মাংস খাওয়া স্বাভাবিক ঘটনা ছিল। তবে বর্তমানে এ প্রাণীর মাংস খাওয়ার ঘটনা কালেভদ্রেই ঘটে। কিন্তু সাম্প্রতিক বছরগলোতে বিভিন্ন দোকানে কুকুরের মাংস বিক্রির খবর পাওয়া গেছে এবং হাতেনাতে ধরাও হয়েছে।সূএ বাসস