শ্রীলঙ্কা সফরেই টি-টোয়েন্টি থেকে নেতৃত্ব ছাড়া এবং অবসরের ঘোষণা দিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। তখন থেকেই সবার মনে প্রশ্ন, তাহলে পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক কে হচ্ছেন। যদিও কলম্বো থাকাকালেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন একটা ইঙ্গিত দিয়েছিলেন, সাকিব আল হাসানই হতে পারেন টি-টোয়েন্টিতে বাংলাদেশের পরবর্তী অধিনায়ক।
শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশ দলের পরবর্তী অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়েছে সাকিব আল হাসানকেই। আজ মিপুরে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির কার্যনির্বাহী কমিটির সভায় সাকিবকে অধিনায়ক হিসেবে নিয়েগো সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নিজেই এ তথ্য জানান।
যার ফলে এখন থেকে তিন ফরম্যাটে তিন অধিনায়ক পেল বাংলাদেশ। আগে থেকেই টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন মুশফিকুর রহিম। আর টি-টোয়েন্টি ক্রিকেট ছাড়লেও ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবে মাশরাফি বিন মর্তুজা। আর টি-টোয়েন্টিতে সাকিব পেলেন দায়িত্ব।
আপাতত টাইগারদের সামনে টি-টোয়েন্টি সিরিজ নেই। আগামী মে-জুনে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিবে বাংলাদেশ দল। এই দুইটি আসরই অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটে।