সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ জেএসসি পরীক্ষার বৃত্তির ফলাফলে সুন্দরগঞ্জ উপজেলার ২টি সরকারি মাধ্যমিক স্কুল এগিয়ে রয়েছে।উপজেলার কোটায় বৃত্তির সংখ্যা-১২৮। এর মধ্যে ট্যালেন্টপুল-৪২ এর মধ্যে বালক-২১, বালিকা-২১ এবং সাধারণ-৮৬, বালক-৪৩, বালিকা-৪৩। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে-১৭ এবং সাধারণ গ্রেডে-১৯, আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ট্যালেন্টপুল-১৬, সাধারণ-১১, কাঠগড়া উচ্চ বিদ্যালয় সাধারণ-১০, জহুরুলহাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুল-২, সাধারণ-৫, উত্তর রাজীবপুর উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুল-১, সাধারণ-২, করুণাময়ী বালিকা উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুল-৩, সাধারণ-২, ধর্মপুর ডিডিএম উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুল-১, সাধারণ-৩, ধর্মপুর পিএন উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুল-১, সাধারণ-২, শিবরাম আলহাজ্ব মোঃ হোসেন স্মৃতি স্কুল এন্ড কলেজ ট্যালেন্টপুল-১, সাধারণ-৪, খামার মনিরাম বালিকা বিদ্যা নিকেতন সাধারণ-৪, ছাপড়হাটী এসসি উচ্চ বিদ্যালয় সাধারণ-২, ধনিয়ারকুড়া উচ্চ বিদ্যালয় সাধারণ-৮, সীচা উচ্চ বিদ্যালয় সাধারণ-২, জিনিয়াস একাডেমী সাধারণ-২, মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় সাধারণ-১, বামনডাঙ্গা শিশু নিকেতন সাধারণ-৩, চ্যাংমারী উচ্চ বিদ্যালয় সাধারণ-১, চন্ডিপুর এটিএন বালিকা উচ্চ বিদ্যালয় সাধারণ-২, ফলগাছা উচ্চ বিদ্যালয় সাধারণ-১, বামনডাঙ্গা এমএম উচ্চ বিদ্যালয় সাধারণ-১ ও রামজীবন উচ্চ বিদ্যালয় সাধারণ-১ জন।