আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সৌরভ গাঙ্গুলি, রিকি পন্টিং, ব্রেন্ডন ম্যাককালামদের মতো সাবেক অধিনায়কদের পাশাপাশি বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার আতহার আলী খানও ধারাভাষ্যকক্ষে গলা ফাটাবেন। মঙ্গলবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করে।
ইংল্যান্ড ও ওয়েলসে আগামী ১ থেকে ১৮ জুন চ্যাম্পিয়ন্স ট্রফির আসর অনুষ্ঠিত হবে। ম্যাককালাম, কুমার সাঙ্গাকারা এবং গ্রায়েম স্মিথ টিভি ধারাভাষ্যকার হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন। ধারাভাষ্যকক্ষে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আতহার আলী খান।
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসি ঘোষিত অন্যান্য ধারাভাষ্যকাররা হলেন- শেন ওয়ার্ন, মাইকেল স্ল্যাটার, নাসের হুসেইন, মাইকেল আথারটন, শপ পোলক, সঞ্জয় মাঞ্জেকার, ইয়ান বিশপ ও সিমোন ডাল।