চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আউটার স্টেডিয়ামের পাশে সুইমিংপুল তৈরিতে বাঁধা দিয়ে বিক্ষোভ করেছে ছাত্রলীগ। এ সময় তারা পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়িয়ে পড়ে। এ ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের গুলিবিদ্ধ হয়েছেন তিনজন।নগর ছাত্রলীগের নেতা গোলাম ছামদানী জনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘সুইমিংপুল করা হলে আউটার স্টেডিয়াম সংকুচিত হয়ে যাবে। এ কারণে সুইমিংপুল নির্মাণ বন্ধের আহ্বান জানিয়েছি আমরা। রাস্তা- ঘাট বন্ধ করে বিক্ষোভ করার কোনো ইচ্ছে ছিলো না।
এ ঘটনার সময় সেখানে উপস্থিত থাকা লোকজন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে, এক ঘণ্টা ধরে সুইমিংপুল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করে ছাত্রলীগ।
এক পর্যায়ে তারা আউটার স্টেডিয়ামের ভেতরে ঢোকার চেষ্টা করে। তখন পুলিশ তাদের বাধা দেয়। পরে ছাত্রলীগ পুলিশকে লক্ষ্য করে ইট- পাটকেল ছুড়তে থাকে। জবাবে ছররা গুলে ছোড়ে পুলিশ।
এ ঘটনায় পুলিশের এসআই শহিদ ও কনস্টেবল পিংকু দে আহত হয়েছেন। এসআই শহিদ জানান, ছাত্রলীগের ছোড়া ইটের আঘাতে তার কপালের বাঁ পাশে ফেটে গেছে।