গাইবান্ধা প্রতিনিধি: পুলিশ কনস্টেবল নিয়োগে বাণিজ্য বন্ধ ও ঘুষ ছাড়া যোগ্যতার ভিত্তিতে চাকরির দাবীতে বাংলাদেশ যুব ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১টায় গাইবান্ধা শহরের ১নং রেল গেটে গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
বিক্ষোভ সমাবেশে যুব ইউনিয়ন গাইবান্ধা জেলা কমিটির সভাপতি প্রতিভা সরকার ববির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড মিহির ঘোষ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, যুব ইউনিয়ন গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. মুরাদ জামান রব্বানী, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি তপন দেবনাথ প্রমুখ। বক্তারা আগামী ১০ এপ্রিল গাইবান্ধায় পুলিশ কনস্টেবল নিয়োগকে কেন্দ্র করে যে ঘুষ বাণিজ্য শুরু হয়ে গেছে তাতে যোগ্যতা থাকা সত্বেও গরীর ছেলেরা চাকরি পাবে না বলে আশংকা ব্যক্ত করে অবিলম্বে তা বন্ধের দাবী করেন।