গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা বাংলাদেশ তাঁতীলীগ উপজেলা শাখার আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ তাঁতীলীগ উপজেলা শাখার আহবায়ক শফিকুল ইসলাম লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির পাট ও বস্ত বিষয়ক সম্পাদক আলজাজ্ব নাজমুল ইসলাম লিটন।
প্রধান বক্তা হিসাবে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ তাঁতীলীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিজান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, তাঁতীলীগের জেলা সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাপ্পী,যুগ্ন সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, প্রমুখ। এসময় আলোচনা সভায় জেলা ও উপজেলা তাঁতীলীগের নেতৃবৃন্দু উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা তাঁতীলীগের যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান রিপন ও রেজাউল করিম ফিরোজ।