গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফেন্সিডিলসহ শাপলা বেগম (২৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার বিকেল পোঁনে পাঁচটার দিকে গোবিন্দগঞ্জ থানার এস আই নয়ন কুমার সাহার নের্তৃত্বে এ এস আই শওকত ও কনস্টবল সাবিনা ও পারুল গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের সাহেবগঞ্জ মোড়ে একটি বাসে অভিযান চালিয়ে ৮ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যাবসায়ী শাপলা বেগমকে গ্রেফতার করে। শাপলা বেগম দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কাটলা বাজার কাজী পাড়া গ্রামের মিনহাজ উদ্দিনের স্ত্রী বলে জানা গেছে। শাপলা বেগমের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি এর (২) ধারায় ৫২/২৬ মামলা রুজু করে জেল হাজতে প্রেরন করেন।