গাইবান্ধা প্রতিনিধিঃ সম্প্রসারিত তুলা চাষ প্রকল্প ফেজ-১ এর আওতায় তুলা উন্নয়ন বোর্ড রংপুর জোনের আয়োজনে গোবিন্দগঞ্জ ইউনিট অফিস চত্বরে তুলা কৃষকদের চাষে উদ্বুদ্ধ করণে মাঠ দিবস ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর তুলা উন্নয়ন বোর্ডের প্রধান কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান।
বৃহস্পতিবার মাঠ দিবসে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,সাদুল্লাপুর তুলা উন্নয়ন বোর্ড কর্মকর্তা আতাউর রহমান, গাইবান্ধা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও চ্যানেল আই এর গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেন,গোবিন্দগঞ্জ তুলা উন্নয়ন বোর্ডের ইউনিট অফিসার আব্দুল হামিদ। এতে উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন কৃষক অংশ নেয়।
বক্তরা বলেন তুলা একটি অর্থকরী ফসল এ ফসল চাষ করে চাষীদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। একই সাথে দেশে বস্ত্রের অভাব দুর করতে বৈদেশি মুদ্রার সাশ্রয় হবে। এক বিঘা জমিতে হাই ব্রিড তুলা আবাদে কৃষকদের ৮ থেকে ১০ হাজার টাকা খরচ হয়। আর ১২ থেকে ১৫ মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। বর্তমান বাজার দরে খরচ বাদ দিয়ে কৃষকরা ১২ থেকে ১৫ হাজার টাকা আয় করবে। পরে তুলা চাষীদের একটি র্যালি অনুষ্ঠিত হয়।