গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন শীর্ষক সেমিনার এবং দুই দিনব্যাপী প্রদর্শনী মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে এ প্রদর্শনীর ফিতা কেটে শুভ উদ্বোধন শেষে উপজেলা টাউন হলে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হান্নান।
এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউল আলম, উপজেলা আওয়ামীলী সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইকবাল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদিপ কুমার সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আরজু মান্দ বানুসহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কর্মকর্তাগন বক্তব্য রাখেন।