ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গত আসরের ন্যায় দশম আসরেও অংশ নিয়েছেন বাংলাদেশি দু্ই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।
এদিকে চলতি আসরে এরই মধ্যে ২০টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত ২০টি ম্যাচের পারফরম্যান্স বিবেচনায় নিজের সেরা একাদশ নির্বাচন করে ফেলেছেন ভারতীয় সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
দুঃখজনক হলো, তার এই সেরা একদশে জায়গা মেলেনি বাংলাদেশের দুই তারকা খেলোয়াড়ের। একাদশে সুযোগ না পাওয়ার মূল কারণ চলতি আইপিএলে এখন পর্যন্ত মাঠে নামারও সুযোগ মেলেনি সাকিব আল হাসানের। অন্যদিকে মোস্তাফিজ নেমেছেন একটিতে। তাও ২.৪ ওভার বোলিং করে ৩৪ রান দিয়েছেন।
শুধু সাকিব-মুস্তাফিজ নন, গাঙ্গুলির সেরা একাদশে জায়গা হয়নি টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাটিং দানব ক্রিস গেইল গেইলেরও। এদিকে উভয়ের সেরা একাদশে জায়গা পাওয়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক স্টিভেন স্মিথ, দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স এবং ভারতের অনুর্ধ্ব- ১৯ দলের ঋষভ পান্ত।
সৌরভ গাঙ্গুলি নির্বাচিত আইপিএল একাদশ-
সৌরভ গাঙ্গুলির নির্বাচিত একাদশ: বিরাট কোহলি, গৌতম গম্ভীর, স্টিভেন স্মিথ, এবি ডি ভিলিয়ার্স, নিতিশ রানা, মনিশ পাণ্ডে, ঋষভ পান্ত, সুনীল নারাইন, অমিত মিশ্র, ক্রিস মরিস ও ভুবনেশ্বর কুমার।