

খবরবাড়ি ডেস্কঃ মোটরযানে নিষিদ্ধ হাইট্টোলিক হর্ণ বন্ধে গাইবান্ধার সিনিয়র সহকারী পুলিশ সুপার সি-সার্কেল রেজিনুর রহমানের নেতৃত্ব বিশেষ অভিযান পরিচালনা করে জেলা ট্রাফিক পুলিশ। সোমবার সকাল ৮টা হতে বেলা ১০টা পর্যন্ত পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের পলাশবাড়ী এলএসডি খাদ্য গুদাম সংলগ্ন সি-সার্কেল অফিসের সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় সড়কে চলাচলরত শতাধিক বাস মিনি বাস কোচ ট্রাক ও মাইক্রোবাস থেকে এসব নিষিদ্ধ হর্ণ খুলে জ্বালিয়ে দেওয়া হয়। তবে প্রাথমিক অবস্থায় কাউকে জরিমানা করা হয়নি।