গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার ২০১৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে অনিয়ম হওয়ায় পরীক্ষায় অনেক পরীক্ষার্থী জিপিএ-৫ প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। অভিভাবকদের পক্ষ থেকে সাদুল্যাপুর গালর্স ডিগ্রী কলেজের অধ্যক্ষ শফিকুল আলম ও ১২ জন পরীক্ষার্থী গত ১২ এপ্রিল বুধবার জেলা প্রশাসক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এক লিখিত অভিযোগে এর প্রতিকার দাবি করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, গাইবান্ধা সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারি এবং শিক্ষক নিম্ন মেধা ছাত্রছাত্রীদের নিয়ম-বহির্ভুতভাবে বৃত্তিপ্রাপ্ত তালিকাভূক্ত করে মেধা যাচাইয়ের এই ফলাফলকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। এজন্য এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।